জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প
মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দেশটির ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতির উদ্দেশে দেয়া ভাষণে বাইডেন বলেন, ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।
এসময় ভাষণে বাইডেন বলেন, ‘আমি তাকে (ট্রাম্প) আশ্বস্ত করছি তার সঙ্গে কাজ করব এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব। হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে বাইডেন বলেন, আমেরিকানরা এটাই প্রত্যাশা করে। একই সঙ্গে তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় মুগ্ধতা প্রকাশ করেছেন। (খবর আল জাজিরা)
এসময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কমলা হ্যারিস তার শক্তিশালী সহযোগী ছিলেন। নির্বাচনী প্রচারণায় তিনি তার বৈশিষ্ট্য তুলে ধরেছেন। যেটা আমি শুরু থেকেই দেখেছি।’ তারা যেভাবে নির্বাচনী প্রচারণা চালিয়েছে, তাতে তার এবং তাদের দলের গর্বিত হওয়া উচিত।

0 Comments